আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক সমাবেশের আয়োজন করে বিএফইউজে ও ডিইউজে। সমাবেশে অংশ নেন সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গণমাধ্যম সংস্কারের আশ্বাস দিলেও, বাস্তবে তা বাস্তবায়ন হয়নি।’
আরও পড়ুন:
তিনি অভিযোগ করেন, সাংবাদিকদের সঙ্গে পরামর্শ ছাড়া সংস্কার চাপিয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা আর চলবে না। ১৭ বছরের দুঃশাসনে সত্য প্রকাশে বাধা থাকলেও এখনো সাংবাদিক সমাজের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। স্বৈরাচারের দোসররা এখনো কিছু গণমাধ্যমে সক্রিয়, তাদের চিহ্নিত করার তাগিদ দেন তারা।