বিক্ষোভ মিছিলটি সাইন্সল্যাব হয়ে ইডেন মহিলা কলেজের সামনে থেকে ঘুরে আবার সাইন্সল্যাবে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে ২৬ আগস্টের মধ্যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এ সময় অধ্যাদেশ জারির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপাচার্য সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করার দাবী জানান তারা। শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিগগিরই বৈঠকে বসবেন বলেও জানান তারা।