আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল কারিগর: প্রাণিসম্পদ উপদেষ্টা

উপদেষ্টা ফরিদা আখতার
দেশে এখন
0

আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল বাংলাদেশের কারিগর, তারা কোনোভাবেই পিছিয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ (শুক্রবার, ৮ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫’-এর অনুষ্ঠানে নারীর অধিকার নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ।

ফরিদা আখতার বলেন, ‘নারী যৌনকর্মীদের মর্যাদা এবং তাদের সন্তানদের অধিকার পাওয়া উচিত।’

আয়োজকদের এক মন্তব্যের জবাবে তিনি আরও বলেন, ‘কোরআনবিরোধী কোনো কথা নারী সংস্কার কমিশন বলেনি। তাদের বক্তব্য নিয়ে একটি ভুল বোঝাবুঝি চলছে।’

ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ণ না করেও নারীর অধিকার নিয়ে কথা বলা সম্ভব বলেও মন্তব্য করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্রে নারীর অবদান, নারীর অধিকার এবং সাইবার বুলিং প্রতিরোধে কাজ করাসহ বিভিন্ন অঙ্গীকার ঘোষণা করা হয়। এসময় ১০০ জন নারীকে পুরস্কৃত করা হয়।

সেজু