সমালোচনার মুখে পদত্যাগ করলেন ব্রিটিশ এমপি রুশনারা আলী

ব্রিটিশ এমপি রুশনারা আলী
বিদেশে এখন
দেশে এখন
0

সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

নিজের মালিকানাধীন একটি বাড়ি থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে একলাফে বাড়ি ভাড়া বাড়িয়ে দেন ৭০০ পাউন্ড। যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। গৃহহীনদের দেখভালের দায়িত্ব থাকা 'মিনিস্টার' রুশনারা আলী সম্প্রতি বেসরকারি মালিকদের মাধ্যমে ভাড়াটে শোষণের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন।

অযৌক্তিক ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এবার তিনি নিজেই সে পথে হাঁটলেন।

গত বছর লেবার পার্টির হয়ে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকা থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা আলী।

সেজু