পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়
দেশে এখন
0

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। তাদের অবসরে পাঠানোর বিষয়ে পৃথক পৃথক ৯টি প্রজ্ঞাপন সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা পৃথক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন- পুলিশ পরিদর্শক শিকদার মো. শামীম হোসেন, মো. আব্দুল লতিফ, এস এম কামরুজ্জামান, মো. আ. কুদ্দুছ ফকির, মোহাম্মদ মামুন অর রশিদ, মো. নুরুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সেলিমুজ্জামান ও মো. আবু বকর সিদ্দিক।

আরও পড়ুন:

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।

বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।—বাসস

এএইচ