‘শারীরিকভাবে দুর্বল-অক্ষম ব্যক্তিদের হজে যেতে নিরুৎসাহিত করবে সরকার, প্রয়োজনে কঠোর হবে’

বক্তব্য রাখছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
দেশে এখন
0

শারীরিকভাবে দুর্বল ও অক্ষম ব্যক্তিদের হজে যেতে নিরুৎসাহিত করা হবে এবং এ ব্যাপারে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁও এ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এসময় ধর্ম উপদেষ্টা জানান, ২০২৬ সালের হজের বিমান ভাড়া কীভাবে আরও কম নির্ধারণ করা যায় সে ব্যাপারে সরকার কাজ শুরু করেছে। এছাড়া নানা বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

এছাড়া নামসর্বস্ব প্রতারক এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সবার সম্মিলিত চেষ্টায় ২০২৬ সালেও ভালো হজ ব্যবস্থাপনার জন্য ক্যাটারিং সার্ভিস বাদ দিতে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।’

অনুষ্ঠানে হাবের সভাপতি বলেন, ‘বিমান ভাড়া ১ লাখ ২৭ হাজার টাকার বেশি হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই। ভাড়া আরও হ্রাসকরণে সরকারকেই উদ্যোগী হতে হবে।’ 

এবার হজ ও ওমরাহ ফেয়ারে ১৫৬টি স্টল রয়েছে, যেখানে মুসুল্লিদের জন্য রাখা হয়েছে নানা ছাড়ের প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, রেগুলার প্যাকেজ ও প্রাক নিবন্ধনের সুবিধা। 

এসএইচ