এসএমএ রোগীদের পুনর্বাসনে দুই দিনব্যাপী কর্মশালা

কর্মশালায় আমন্ত্রিত অতিথিরা
দেশে এখন
0

স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) রোগে আক্রান্তদের জীবনকে সহজ করার লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ও ২৪ আগস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ‘Standardized Rehabilitation Approach for SMA’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার মূল লক্ষ্য ছিল এসএমএ রোগীদের পুনর্বাসনে আধুনিক ও মানসম্মত পদ্ধতি প্রচলন। এতে মালয়েশিয়ার আমির থেরাপি জিমের তিন সদস্যের বিশেষজ্ঞ দল অংশগ্রহণ করেন। তারা ব্যবহারিক অভিজ্ঞতা, ভিন্নধর্মী থেরাপি এবং দক্ষতা ভাগাভাগি করেন।

কিউর এসএমএ বাংলাদেশ ফাউন্ডেশন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের চাইল্ড নিউরোলজি বিভাগ এবং বাংলাদেশ চাইল্ড নিউরোলজি সোসাইটি (বিসিএনএস) যৌথভাবে কর্মশালার আয়োজন করে।

দুই দিনব্যাপী অনুষ্ঠানে দেশের প্রখ্যাত স্নায়ুবিজ্ঞান ও পুনর্বাসন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন প্রফেসর ডা. মিজানুর রহমান (বিসিএনএস সভাপতি), প্রফেসর ডা. কাজী গিয়াসউদ্দিন আহমেদ (ন্যাশনাল ইনস্টিটিউটের পরিচালক), অধ্যাপক ডা. বদরুল আলম, অধ্যাপক ডা. নারায়ণ সাহা, অধ্যাপক ডা. আরিফুল ইসলাম, অধ্যাপক ডা. খুরশিদ মাহমুদ এবং ডা. এ. কে. আজাদ।

কর্মশালায় আমন্ত্রিত অতিথিরা | ছবি: সংগৃহীত

আয়োজকরা জানান, বাংলাদেশে এসএমএ রোগীদের জন্য সমন্বিত পুনর্বাসন কর্মপদ্ধতি অত্যন্ত জরুরি। এ কর্মশালার মাধ্যমে চিকিৎসক ও থেরাপিস্টদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং দেশে একটি স্ট্যান্ডার্ডাইজড রিহ্যাবিলিটেশন মডেল প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘রোশ বাংলাদেশ’ কান্ট্রি ম্যানেজার মার্ক হিব, কিউর এসএমএ বাংলাদেশের প্রতিনিধি, ন্যুরোসায়েন্সেস হাসপাতালের চিকিৎসক, রোশ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আগত এসএমএ রোগী ও তাদের অভিভাবকরা।

এনএইচ