প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
এখন জনপদে
দেশে এখন
0

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। আজ (বুধবার, ২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আধা ঘণ্টা অবস্থানের পর নগরীর তালাইমারি মোড়ে আন্দোলনকারী রুয়েট শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগ দেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ তিন দফা দাবিতে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এসব হামলার তদন্ত করে বিচার নিশ্চিত ও প্রকৌশলীদের যৌক্তিক তিন দফা দাবি মেনে নেয়ার দাবি জানান তারা।

আরও পড়ুন:

তাদের দাবিগুলো হলো- অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার (নবম গ্রেড) পদের নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে ও কোনো প্রমোশনাল কোটা চলবে না, সাব-অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার (দশম গ্রেড) শতভাগ ডিপ্লোমা কোটা পরিহার করে বিএসসিদের জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ডিগ্রী ছাড়া কেউ ইঞ্জিনিয়ার উপাধি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

এসএস