নুরুল হক নুরের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো: ডিএমসি পরিচালক

ঢামেকের আইসিইউতে নুর
দেশে এখন
0

কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারিরীক অবস্থা এখন আগের চেয়ে ভালো। আজ (রোববার, ৩১ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘এখন উনি ভালো আছেন। তবে যেটা হয় এ ধরনের একটা ট্রমা বা এ ধরনের ফ্রাকচার হয়েছে কিছু সেজন্য ওনার ব্যথার কমপ্লেন আছে। একটু ঘুমের সমস্যা হচ্ছে।’

এছাড়া খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে দেওয়ার পাশাপাশি সাতদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।—বিবিসি

এএইচ