আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) হাসপাতাল সংলগ্ন মিলনায়তনে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালকের হাতে চেকটি হস্তান্তর করেন ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান ও ঢাকা উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।
এ সময় সেলিম উদ্দিন বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দল শুধু নিজের আখের গোছাতে ব্যস্ত থাকলেও, জামায়াত মানুষের কল্যাণের রাজনীতি করে আসছে সবসময়।’
তিনি বলেন, ‘পি আর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে বলেই অনেকে পুরনো পদ্ধতিতে নির্বাচন চান।’ দেশের অধিকাংশ জনগণের চাওয়া প্রধান উপদেষ্টা মেনে নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।