তিন বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলের বিক্ষোভ
এখন জনপদে
দেশে এখন
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) দুপুরে অনুষদ ভবন এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘শিক্ষা সন্ত্রাস চলবে না’, ‘নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার’ ও ‘ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব দাও’- সহ বিভিন্ন স্লোগানে হামলার প্রতিবাদ জানান।

বিক্ষোভে উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন এবং সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ ও নুর উদ্দিন প্রমুখ।

সমাবেশে সাহেদ আহমেদ বলেন, ‘চবি ও কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এবং রাবিতে গুপ্ত সংগঠনের সদস্যরা ছাত্রদলের কর্মসূচিতে হামলা চালিয়েছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে সহিংসতা চলতে পারে না। সংগঠনগুলোকে নিজস্ব ব্যানারে কর্মসূচি পালন করতে হবে।’

অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের উদ্দেশে সাহেদ আহমেদ বলেন, ‘তিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যর্থ হয়েছে— তাদের পদত্যাগ ও হামলার জবাব দিতে হবে।’

ইবি প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘সাজিদ হত্যার বিচার, আবাসিক হল দখলমুক্তকরণ, নিরাপত্তা জোরদার এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’

সেশনজট প্রসঙ্গে সাহেদ আহমেদ হুঁশিয়ারি দেন, ‘দ্রুত পদক্ষেপ না নিলে হলে ও মেসে থাকা শিক্ষার্থীদের খাবারের খরচ সরকারকে বহন করতে হবে।’

এসএস