নারীদের সাইবার বুলিংয়ে ছাত্রশিবির জড়িত; ছাত্রদলের সাধারণ সম্পাদকের অভিযোগ

জাতীয়তাবাদী নারী নেত্রীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন
দেশে এখন
0

ছাত্রশিবিরকে ‘গুপ্ত সংগঠন’ আখ্যা দিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেছেন, গত এক বছরে দেশে নারীদের ওপর যে সাইবার বুলিং করা হয়েছে, সেগুলোর সঙ্গে শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) সকালে সুপ্রিমকোর্টের মেইন গেইটের সামনে জাতীয়তাবাদী নারী নেত্রীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন তিনি।

নাসির উদ্দীন দাবি করেন, ‘নারীরা যেন রাজনীতিতে না আসে, এজন্য ছাত্রশিবির সরাসরি বিভিন্ন বট আইডি নিয়ন্ত্রণ করছে।’

এদিকে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বর ডাকসু এবং ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনে ব্যালটের মাধ্যমে গুপ্ত সংগঠন ও বট-বাহিনীর সব অপপ্রচারের জবাব দেবে।’

আরও পড়ুন:

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং উপাচার্যের সহায়তায় ছাত্রশিবির গুপ্ত রাজনীতি করছে, মানববন্ধন থেকে এমন অভিযোগ তোলা হয়। এতে অংশ নেয়া নারীরা এসময় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ দাবি করেন।

ইএ