সুস্থ রাজনীতি থাকলে অর্থনীতি আরও অনেকটা এগিয়ে যেত: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
দেশে এখন
0

যদি দেশে সুস্থ রাজনীতি থাকত, তাহলে অর্থনীতি আরো অনেকটা এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যদি দেশে সুস্থ রাজনীতি থাকত, তাহলে অর্থনীতি আরো অনেকটা এগিয়ে যেত। দুর্নীতি, স্বজনপ্রীতি কম থাকলে এবং ভালো রাজনীতি বেশি থাকলে আরো ভালো কিছু করা যেত।’

এ সময়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘সংস্কার স্থায়ী না হলে তা কেবলই কাগুজে হয়ে থাকবে।’

আরও পড়ুন:

নিজের বর্ণাঢ্য কর্মজীবন থেকে উৎসারিত নানা বিষয় বইয়ে ঠাঁই পেয়েছে বলে জানান উপদেষ্টা ফাওজুল কবির খান। বলেন, ‘দেড় বছরে কাঙ্ক্ষিত অর্থনৈতিক সাফল্য পাওয়া যায়নি।’

তবে, এ অল্প সময়েও তার দায়িত্বে থাকা ৩ টি মন্ত্রণালয়ের প্রায় ৪৫ হাজার কোটি টাকা কম খরচ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এএইচ