শুরু হয়েছে গার্মেন্টস-টেক্সটাইল শিল্পের সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী

আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন
দেশে এখন
0

ঢাকায় শুরু হলো গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী। চার দিনব্যাপী এ মেলায় অংশ নিচ্ছে ৩০টি দেশের দেড় হাজারের বেশি প্রতিষ্ঠান। আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পর্দা উঠলো টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের।

এর আওতায় অনুষ্ঠিত হচ্ছে ২৪তম টেক্সটেক বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৫ সামার এডিশন এবং ৪৮তম ডাই কেম বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো।

বস্ত্র ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, সুতা, ফেব্রিক্স, কেমিক্যালস, অ্যাকসেসরিজ এবং নতুন প্রযুক্তি নিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন। চার দিনব্যাপী এ প্রদর্শনীতে থাকছে ২২৪৫টিরও বেশি বুথ, যেখানে ৩০টি দেশের প্রায় ১৪৭৫ কোম্পানি তাদের উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে প্রদর্শনী। এছাড়া আয়োজন করা হয়েছে পাঁচটি আন্তর্জাতিক সেমিনার, যেখানে শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা।

এসএস