আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয়ের কর্মশালায় এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘যে কাজটা শুরু করেছে এটা এই এলাকার জন্য, সবকিছুর জন্য ভালো হবে। কিন্তু আঞ্চলিক পরিষদকে একটু সবসময় দায়িত্ব দিয়ে রাখেন। কারণ অবজেকশন আসবে ওখান থেকে, আমরা যা করি না কেন। শুধু প্রশাসনিক সমাধান নয় দিনশেষে রাজনৈতিক সমাধানও হবে। এখানে আমরা পাশাপাশি থাকতে চাই। এই পাশাপাশি থাকাটা জরুরি হয়ে গেছে।’
আরও পড়ুন:
ভূমি মন্ত্রণালয়ের 'ভূমি ব্যবস্থাপনা অটোমেশন' প্রকল্পের আওতায় অংশীজনদের অংশগ্রহণে রাঙামাটিতে পার্বত্য জেলাসমূহের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রকল্পের মাধ্যমে দক্ষ, স্বচ্ছ, আধুনিক, টেকসই এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে বলে জানান কর্মকর্তারা।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নূরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র এ এস এম সালেহ আহমেদ।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসক, মাঠ প্রশাসনের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৌজা প্রধান (হেডম্যান) অংশ নেন।