শুভেচ্ছা বার্তায় সাদিক কায়েম বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতি ও প্রক্রিয়ার বিকাশে ছাত্র সংসদ নির্বাচন ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। ভিন্ন মত, চিন্তা ও পথ থাকা সত্ত্বেও জাতীয় জীবনের মৌলিক প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের দায়িত্ব। এ ধরনের নির্বাচন তরুণ প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ, জবাবদিহিতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
আরও পড়ুন:
এ সময় জাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তচিন্তার চর্চা এবং শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি জানান, একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলাই তাদের অভিন্ন লক্ষ্য।