নির্বাচনের আগে সাংবাদিক সুরক্ষা আইন নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
দেশে এখন
1

নির্বাচনের আগে সাংবাদিক সুরক্ষা আইন নিশ্চিত করার ব্যাপারের সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

আজ (বুধবার, ৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয় বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠকের আগে একথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘সাংবাদিকদের সুরক্ষা আইনের অধীনে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি টেলিভিশন কর্মীদেরও আনা হবে।’

গণমাধ্যম সংস্কার কমিশনসহ সবার সঙ্গে আলোচনা করে ওয়েজ বোর্ড বা বেতন কাঠামো নিয়ে সরকার সিদ্ধান্তে আসতে চায় বলেও জানান মাহফুজ আলম।

আরও পড়ুন:

এসময় বিগত আমলে গণমাধ্যমের সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, ‘আওয়ামী সরকার আমলে গণমাধ্যমগুলো গুম খুনের সংবাদ প্রকাশ করতো না।’

এমনকি গত ১৫ বছরে যতগুলো মিডিয়াকে নিবন্ধন দেয়া হয়েছে সবগুলোই রাজনৈতিকভাবে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘বর্তমান সরকার আওয়ামী লীগের অধীনে দেয়া কোন টিভি চ্যানেল বাতিল করেনি, সরকার স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী।’ একইসঙ্গে নতুন আরও বেশকিছু চ্যানেলের আবেদন যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি।

সেজু