আজ জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম

গণফোরামের স্বাক্ষর অনুষ্ঠান
দেশে এখন
0

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। তবে জুলাই সনদ স্বাক্ষর করতে এখনও যারা বাকি আছেন তাদের আবারও স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। আজ (রোববার, ১৯ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণফোরামের স্বাক্ষর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এ সময় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘৭২ এর সংবিধানের চার মূলনীতি জুলাই সনদে উল্লেখ থাকলে তা পূর্ণতা পেতো। তবে সনদে স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হবে, এমন আশ্বাস পেয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম।’

আরও পড়ুন:

এদিকে, জুলাই সনদে স্বাক্ষর করায় কমিশন এবং গণফোরামকে মুঠোফোনে স্বাগত জানিয়েছেন ড. কামাল হোসেন।

এর আগে, গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দলটির প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তারা সই করেননি।

ইএ