জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সময়েই দেশে অগ্নিকাণ্ড ঘটছে: জয়নুল আবদিন

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
দেশে এখন
0

নির্বাচন কমিশন যেই মুহূর্তে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে, সেই মুহূর্তে দেশে অগ্নিকাণ্ডের মতো অশনি সংকেত দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ (রোববার, ১৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলাম ধর্মের অবমাননা ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালির আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।

সমাবেশে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দাবি করেন, শেখ হাসিনা যেভাবে নির্বাচনের নামে প্রহসন করেছে, আলেম ওলামাদের ওপর নির্যাতন করেছে, তার প্রতিবাদেই তারেক রহমানের নেতৃত্বে জুলাই বিপ্লব হয়েছে। এখন দেশে নির্বাচনি আমেজ আসার সময়েই ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন:

এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িতরা বাংলাদেশের গণতন্ত্র চায় না বলেও মত দেন তিনি। জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্রয়ে শেখ হাসিনা আবার ফ্যাসিস্ট রেজিম কায়েমের চিন্তা করলেও তার আর দেশে ফিরে আসার সাহস নেই।

ইএ