খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব ফিরোজ সরকার

নতুন সচিব মো. ফিরোজ সরকার
দেশে এখন
0

খাদ্য মন্ত্রণালয়ে মো. ফিরোজ সরকার সচিব হিসেবে আজ যোগদান করেছেন। খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে তিনি তার যোগদান পত্র জমা দেন। এ সময় উপদেষ্টা সচিবকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ নভেম্বর এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। ইতোপূর্বে ফিরোজ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বিসিএস ১৭ তম ব্যাচের কর্মকর্তা এবং ১৯৯৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন।

উল্লেখ্য, খাদ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা মো. মাসুদুল হাসান গতকাল ৩০ নভেম্বর, ২০২৫ তারিখে অবসর গ্রহণ করেন।

এএইচ