‘এবারই প্রথম যথাযথভাবে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যর্থ’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির
দেশে এখন
0

গত ৫ দশকে এবারই প্রথম যথাযথভাবে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যর্থ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বিতর্কিত ডাকসু নেতারা বুদ্ধিজীবী দিবস এবং মুক্তিযুদ্ধ ধারণ করছে না বলেও মনে করেন তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত শহিদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে স্মৃতি চিরন্তনে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মহান মুক্তিযুদ্ধে শহিদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থীদের ও কর্মচারীদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

আরও পড়ুন:

এরপর মোমবাতি প্রজ্বলন করেন ছাত্র সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।

পরে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করতেই হত্যাযজ্ঞ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। আল বদর, আল শামসদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

সেজু