হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক, মাথার ভেতরে আছে গুলির অংশ: ডা. আব্দুল আহাদ

সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডা. আব্দুল আহাদ
দেশে এখন
2

দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত। এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ। তিনি জানান, হাদির মাথায় এখনো গুলির একটি অংশ রয়ে গেছে। তবে কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়া তার দুই কিডনি আবার সচল হয়েছে।

আজ (রোববার, ১৪ ডিসেম্বর) হাদির সিটি স্ক্যান রিপোর্ট নিয়ে বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব তথ্য দেন।

ডা. আব্দুল আহাদ বলেন, ‘হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাকে এখনো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার ফুসফুস ও ব্রেনের কন্ডিশন অপরিবর্তিত রয়েছে। অক্সিজেন স্বল্পতা বেড়েছে, ব্রেনে রক্ত জমাট বেঁধে আছে। তার পালস এবং বিপি স্থিতিশীল অবস্থায় আছে।’

তবে কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়া তার দুই কিডনি আবার সচল হয়েছে। ফুসফুসের কার্যক্রমও অপরিবর্তিত রয়েছে। তিনি জানান, আহত ওসমান হাদির কিডনি ফাংশন করলেও অন্য অর্গানগুলো লাইফ সাপোর্টে রয়েছে।

এই চিকিৎসক বলেন, ‘হাদির মাথার ডান পাশে, ব্রেনের মেইন অংশে গুলি লেগেছে। আর এক্সপার্ট হ্যান্ড দ্বারা গুলি করা হয়েছে। গুলি ডান সাইড দিয়ে ঢুকে বাম সাইড দিয়ে বের হয়ে গেছে। তবে এর একটি অংশ বের হয়ে গেলেও কিছু অংশ রয়ে গেছে।’

আরও পড়ুন:

ডা. আব্দুল আহাদ জানান, ভারতের বিভিন্ন নাম্বার থেকে চিকিৎসকদের হুমকি দেয়া হচ্ছে। এ ব্যাপারে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার দাবিও জানান তিনি।

হাদির আর কোনো সার্জারি লাগবে না বলেও আশা প্রকাশ করেন এ চিকিৎসক। সেইসঙ্গে বাইরে নেয়ার ক্ষেত্রে মেডিকেল বোর্ড এবং পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

এসএইচ