স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি: ৩ ঘণ্টা পর ছাত্রশক্তির অবরোধ প্রত্যাহার

ছাত্রশক্তির অবরোধ
দেশে এখন
0

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে তিন ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ শেষে রাস্তা খুলে দিলেন ছাত্রশক্তির নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ছাত্র-জানতার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে শাহবাগ মোড়ে দুপুর ১২টার পরে অবরোধ করেছিলো ছাত্রশক্তি।

এসময় পুরো এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা অবরোধ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ছাত্র শক্তির নেতাকর্মীর।

আরও পড়ুন:

পরে সংবাদ সম্মেলন করে ছাত্র শক্তির নেতারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেয়া সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হাদির ওপরে হামলা চালানো ব্যক্তিরা পার পেয়ে গেলে ভবিষ্যতে অন্যরা টার্গেট হবে।’

হাদিকে নিয়ে নির্বাচন কমিশনারের দেয়া বক্তব্যেরও সমালোচনা করেন করেন ছাত্র শক্তির নেতারা।

এসএস