বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
দেশে এখন
4

বিমানবন্দর সংলগ্ন এলাকা, বিমান চলাচল রুট, প্রশিক্ষণ এলাকা এবং উড্ডয়ন ও অবতরণ এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচক জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ১৮ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) বেবিচকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ ধরনের কার্যক্রম ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০–এর পরিপন্থি।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ প্রয়োজনে ড্রোন উড্ডয়ন আবশ্যক হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে ছাড়পত্র গ্রহণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

বেবিচক স্পষ্টভাবে জানায়, তাদের পূর্বানুমতি ছাড়া কেউ যেন কোনো ধরনের ড্রোন উড্ডয়ন না করে, সে বিষয়ে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়নের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএইচ