মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকারের প্রয়াণ

রাষ্ট্রীয় মর্যাদায় এ কে খন্দকারের বিদায়
দেশে এখন
0

বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়কার ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, আজ সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন তিনি।

আরও পড়ুন:

উল্লেখ্য, এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার বিমানবাহিনী থেকে অবসরের পর রাজনীতিতে সম্পৃক্ত হন।

তিনি জিয়াউর রহমান ও হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে অস্ট্রেলিয়া ও ভারতে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্বে ছিলে। এছাড়া এরশাদের শাসনমলে তিনি পরিকল্পনামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে ‘বীর উত্তম’ উপাধি দেয়া হয়।

ইএ