ময়মনসিংহে দীপু চন্দ্রকে পুড়িয়ে হত্যা ও লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে তার শিশুকন্যা আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। গতকাল (শনিবার, ২০ ডিসেম্বর) মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় মুহুর্মুহু স্লোগান তোলে ছাত্র-জনতা।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘দেশে আইনের শাসন নেই। সকল খুনের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার করতে হবে।’