গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ ২৪ ডিসেম্বর; কোন ইউনিটের পরীক্ষা কবে?

গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ হচ্ছে কাল; জেনে নিন পরীক্ষা ও পাসের নিয়ম
শিক্ষা
দেশে এখন
0

গুচ্ছভুক্ত (জিএসটি) ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন (GST Undergraduate Admission Application) প্রক্রিয়া শেষ হচ্ছে আগামীকাল (বুধবার, ২৪ ডিসেম্বর)। যারা এখনো আবেদন করেননি, তারা আগামীকাল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। গত ১০ ডিসেম্বর থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল।

একনজরে: গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য ২০২৫-২৬

  • আবেদনের শেষ সময়: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ মিনিট)।
  • আবেদন শুরুর তারিখ: ১০ ডিসেম্বর ২০২৫।
  • আবেদনের মাধ্যম: অনলাইন (জিএসটি অফিশিয়াল ওয়েবসাইট)।
  • সেকেন্ড টাইম সুযোগ: আছে (২০২১-২০২৩ এসএসসি এবং ২০২৪-২০২৫ এইচএসসি উত্তীর্ণদের জন্য)।
  • মোট ইউনিটের সংখ্যা: ৩টি (এ-বিজ্ঞান, বি-মানবিক, সি-ব্যবসায় শিক্ষা)।
  • মোট নম্বর: ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা।
  • ন্যূনতম পাস নম্বর: ৩০।
  • নেগেটিভ মার্কিং: ০.২৫ (প্রতি ৪টি ভুল উত্তরে ১ নম্বর কাটা যাবে)।

আরও পড়ুন:

আবেদনের যোগ্যতা ও সেকেন্ড টাইম সুবিধা (Eligibility & Second Time Opportunity)

এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ (Second time admission chance) থাকছে। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে এসএসসি এবং ২০২৪ ও ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ‘এ’, ‘বি’ ও ‘সি’—তিন ইউনিটে আবেদন করতে পারবেন।

পরীক্ষার মানবণ্টন ও পাস নম্বর (Mark Distribution & Pass Marks)

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাস নম্বর: পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০ (Minimum pass marks 30)।

নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে (Negative marking 0.25)। অর্থাৎ ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।

আরও পড়ুন:

ভর্তি পরীক্ষার সময়সূচী ২০২৬(Admission Test Schedule)

তিনটি ইউনিটের পরীক্ষা আগামী বছরের মার্চ ও এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে:

  • ইউনিট C (বাণিজ্য): ২৭ মার্চ ২০২৬ (শুক্রবার), বেলা ১১টা–১২টা।
  • ইউনিট B (মানবিক): ০৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার), বেলা ১১টা–১২টা।
  • ইউনিট A (বিজ্ঞান): ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার), বেলা ১১টা–১২টা।
  • আর্কিটেকচার ব্যবহারিক: ১০ এপ্রিল ২০২৬, বিকেল ৩টা–৪টা।

ইউনিটপরীক্ষার তারিখ ও সময়
C (ব্যবসায় শিক্ষা)২৭ মার্চ ২০২৬ (শুক্রবার) বেলা ১১:০০ - ১২:০০
B (মানবিক)৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার) বেলা ১১:০০ - ১২:০০
A (বিজ্ঞান)১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) বেলা ১১:০০ - ১২:০০
ব্যবহারিক (আর্কিটেকচার)১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) বেলা ০৩:০০ - ০৪:০০

আরও পড়ুন:

গুচ্ছ ভর্তি ২০২৫: আবেদনের সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল; কোন ইউনিটে কত লড়াই?

গুচ্ছভুক্ত (GST) ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনে ব্যাপক সাড়া পড়েছে। এনবিআর বা অন্যান্য খাতের মতো শিক্ষা খাতের এই ভর্তি যুদ্ধেও গত সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত মোট ১ লাখ ৭৮ হাজার ১৬০ জন শিক্ষার্থী আবেদন সম্পন্ন করেছেন। আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) আবেদনের শেষ দিন হওয়ায় এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ইউনিটভিত্তিক আবেদনের পরিসংখ্যান (Unit-wise Application Statistics)

জিএসটি ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান বিভাগে।

  • ‘এ’ ইউনিট (বিজ্ঞান): ১,০৬,৫৩৮ জন আবেদনকারী।
  • ‘বি’ ইউনিট (মানবিক): ৫৭,৪৫৭ জন আবেদনকারী।
  • ‘সি’ ইউনিট (বাণিজ্য): ১৪,৮৬৫ জন আবেদনকারী।

পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞানের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার তীব্রতা সবচেয়ে বেশি হতে যাচ্ছে।

আরও পড়ুন:

গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকা (List of 19 GST Universities)

ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ১৯টি শীর্ষস্থানীয় সরকারি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছের অন্তর্ভুক্ত।

ক্রমিকবিশ্ববিদ্যালয়ের নাম
ইসলামী বিশ্ববিদ্যালয়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি
১০বরিশাল বিশ্ববিদ্যালয়
১১রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি
১২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
১৩ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি
১৪নেত্রকোণা বিশ্ববিদ্যালয়
১৫জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি
১৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি
১৭কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়
১৮সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি
১৯পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন:

গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন কিভাবে করবেন (Step-by-Step Guide):

  • ১. প্রথমে গুচ্ছ ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট gstadmission.ac.bd-এ প্রবেশ করুন।
  • ২. 'Apply' বাটনে ক্লিক করে আপনার এসএসসি (SSC) ও এইচএসসি (HSC) রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিন।
  • ৩. মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন করে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করুন।
  • ৪. আপনার সাম্প্রতিক ছবি আপলোড করুন (৩০০x৩০০ পিক্সেল)।
  • ৫. পছন্দের ইউনিট ও পরীক্ষার কেন্দ্র নির্বাচন করুন।
  • ৬. সবশেষে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ বা রকেট) মাধ্যমে আবেদন ফি জমা দিয়ে একনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিন।

আবেদন করার অফিসিয়াল লিংক:

পরীক্ষার্থীরা সরাসরি নিচের লিংকে গিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন: 👉 GST Admission Official Website (https://gstadmission.ac.bd/)

আরও পড়ুন:

এসআর