একনজরে: গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য ২০২৫-২৬
- আবেদনের শেষ সময়: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ মিনিট)।
- আবেদন শুরুর তারিখ: ১০ ডিসেম্বর ২০২৫।
- আবেদনের মাধ্যম: অনলাইন (জিএসটি অফিশিয়াল ওয়েবসাইট)।
- সেকেন্ড টাইম সুযোগ: আছে (২০২১-২০২৩ এসএসসি এবং ২০২৪-২০২৫ এইচএসসি উত্তীর্ণদের জন্য)।
- মোট ইউনিটের সংখ্যা: ৩টি (এ-বিজ্ঞান, বি-মানবিক, সি-ব্যবসায় শিক্ষা)।
- মোট নম্বর: ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা।
- ন্যূনতম পাস নম্বর: ৩০।
- নেগেটিভ মার্কিং: ০.২৫ (প্রতি ৪টি ভুল উত্তরে ১ নম্বর কাটা যাবে)।
আরও পড়ুন:
আবেদনের যোগ্যতা ও সেকেন্ড টাইম সুবিধা (Eligibility & Second Time Opportunity)
এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ (Second time admission chance) থাকছে। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে এসএসসি এবং ২০২৪ ও ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ‘এ’, ‘বি’ ও ‘সি’—তিন ইউনিটে আবেদন করতে পারবেন।
পরীক্ষার মানবণ্টন ও পাস নম্বর (Mark Distribution & Pass Marks)
ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পাস নম্বর: পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০ (Minimum pass marks 30)।
নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে (Negative marking 0.25)। অর্থাৎ ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।
আরও পড়ুন:
ভর্তি পরীক্ষার সময়সূচী ২০২৬(Admission Test Schedule)
তিনটি ইউনিটের পরীক্ষা আগামী বছরের মার্চ ও এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে:
- ইউনিট C (বাণিজ্য): ২৭ মার্চ ২০২৬ (শুক্রবার), বেলা ১১টা–১২টা।
- ইউনিট B (মানবিক): ০৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার), বেলা ১১টা–১২টা।
- ইউনিট A (বিজ্ঞান): ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার), বেলা ১১টা–১২টা।
- আর্কিটেকচার ব্যবহারিক: ১০ এপ্রিল ২০২৬, বিকেল ৩টা–৪টা।
ইউনিট পরীক্ষার তারিখ ও সময় C (ব্যবসায় শিক্ষা) ২৭ মার্চ ২০২৬ (শুক্রবার) বেলা ১১:০০ - ১২:০০ B (মানবিক) ৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার) বেলা ১১:০০ - ১২:০০ A (বিজ্ঞান) ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) বেলা ১১:০০ - ১২:০০ ব্যবহারিক (আর্কিটেকচার) ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) বেলা ০৩:০০ - ০৪:০০
আরও পড়ুন:
গুচ্ছ ভর্তি ২০২৫: আবেদনের সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল; কোন ইউনিটে কত লড়াই?
গুচ্ছভুক্ত (GST) ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনে ব্যাপক সাড়া পড়েছে। এনবিআর বা অন্যান্য খাতের মতো শিক্ষা খাতের এই ভর্তি যুদ্ধেও গত সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত মোট ১ লাখ ৭৮ হাজার ১৬০ জন শিক্ষার্থী আবেদন সম্পন্ন করেছেন। আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) আবেদনের শেষ দিন হওয়ায় এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ইউনিটভিত্তিক আবেদনের পরিসংখ্যান (Unit-wise Application Statistics)
জিএসটি ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান বিভাগে।
- ‘এ’ ইউনিট (বিজ্ঞান): ১,০৬,৫৩৮ জন আবেদনকারী।
- ‘বি’ ইউনিট (মানবিক): ৫৭,৪৫৭ জন আবেদনকারী।
- ‘সি’ ইউনিট (বাণিজ্য): ১৪,৮৬৫ জন আবেদনকারী।
পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞানের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার তীব্রতা সবচেয়ে বেশি হতে যাচ্ছে।
আরও পড়ুন:
গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকা (List of 19 GST Universities)
ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ১৯টি শীর্ষস্থানীয় সরকারি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছের অন্তর্ভুক্ত।
ক্রমিক বিশ্ববিদ্যালয়ের নাম ১ ইসলামী বিশ্ববিদ্যালয় ২ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি ৩ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ৪ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ৫ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ৬ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ৭ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি ৮ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৯ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি ১০ বরিশাল বিশ্ববিদ্যালয় ১১ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি ১২ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১৩ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি ১৪ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ১৫ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি ১৬ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ১৭ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ১৮ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি ১৯ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন:
গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন কিভাবে করবেন (Step-by-Step Guide):
- ১. প্রথমে গুচ্ছ ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট gstadmission.ac.bd-এ প্রবেশ করুন।
- ২. 'Apply' বাটনে ক্লিক করে আপনার এসএসসি (SSC) ও এইচএসসি (HSC) রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিন।
- ৩. মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন করে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করুন।
- ৪. আপনার সাম্প্রতিক ছবি আপলোড করুন (৩০০x৩০০ পিক্সেল)।
- ৫. পছন্দের ইউনিট ও পরীক্ষার কেন্দ্র নির্বাচন করুন।
- ৬. সবশেষে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ বা রকেট) মাধ্যমে আবেদন ফি জমা দিয়ে একনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিন।
আবেদন করার অফিসিয়াল লিংক:
পরীক্ষার্থীরা সরাসরি নিচের লিংকে গিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন: 👉 GST Admission Official Website (https://gstadmission.ac.bd/)
আরও পড়ুন:





