রাষ্ট্র ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
দেশে এখন
0

রাষ্ট্র ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে এটি তারেক রহমানের বার্তা বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় শুধু ভোট প্রদান নয়, নাগরিকের সকল অধিকার নিশ্চিতে তারেক রহমান পরিকল্পনা করেছে বলে জানান তিনি। গতকাল (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) বিকেলে বাংলা অ্যাকাডেমিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা আমি আগন্তুক নই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব বলেন তিনি।

আমির খসরু বলেন, ‘গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে। কৃষক, শ্রমিক, ফ্যামিলি কার্ড সবকিছু অর্থনীতিতে অবদান রাখবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এমন পরিকল্পনা করেছেন তারেক রহমান।’

আরও পড়ুন:

এ সময় জেন জি দের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পর মানুষের মনের যে পরিবর্তন, সেটি বিএনপিকে ধারণ করতে হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে বইটির সম্পাদক এহসান মাহমুদসহ সংশ্লিষ্ট আরও অনেকেই বক্তব্য রাখেন।

ইএ