একনজরে ২০২৫ সালের দুর্ঘটনা চিত্র
মাধ্যম দুর্ঘটনার সংখ্যা নিহতের সংখ্যা আহতের সংখ্যা সড়কপথ ৬,৭২৯ ৯,১১১ ১৪,৮১২ রেলপথ ৫১৩ ৪৮৫ ১৪৫ নৌ-পথ ১২৭ ১৫৮ ১৩৯ মোট ৭,৩৬৯ ৯,৭৫৪ ১৫,০৯৬
মোটরসাইকেল দুর্ঘটনার ভয়াবহ চিত্র (Motorcycle Accident Statistics)
প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালে মোট দুর্ঘটনার ৩৭.০৪ শতাংশই ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। বছরজুড়ে ২ হাজার ৪৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৯৮৩ জন নিহত হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতির মতে, ছোট যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মহাসড়কে দুর্ঘটনার হার বেড়েছে।
আরও পড়ুন:
রেল ও নৌ-পথের প্রাণহানি (Rail and Waterway Accidents)
সড়ক, রেল ও নৌ-পথ মিলিয়ে মোট ৭ হাজার ৩৬৯টি দুর্ঘটনায় ৯ হাজার ৭৫৪ জনের মৃত্যু হয়েছে।
রেলপথ (Railway): ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত।
নৌ-পথ (Waterway): ১২৭টি দুর্ঘটনায় ১৫৮ জন নিহত এবং ৩৮ জন নিখোঁজ।
৬০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি (Economic Loss due to Accidents)
সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, এসব দুর্ঘটনায় বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ৬০ হাজার কোটি টাকার বেশি (Economic loss over 60,000 crore BDT)। তিনি আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর ইশতেহারে সড়ক নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার দাবি করেন।
দুর্ঘটনার ধরন ও স্থান বিশ্লেষণ (Types and Locations of Accidents)
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়:
গাড়ি চাপা (Run over): মোট দুর্ঘটনার ৪৮.৮৪ শতাংশ ক্ষেত্রে পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে।
মুখোমুখি সংঘর্ষ (Head-on collision): ২৬ শতাংশ দুর্ঘটনা ছিল যানবাহনের মুখোমুখি সংঘর্ষ।
নিয়ন্ত্রণ হারানো (Loss of control): ১৮.৬৩ শতাংশ ক্ষেত্রে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
অন্যান্য কারণ: ০.৪৪ শতাংশ দুর্ঘটনার কারণ চাকায় ওড়না পেঁচিয়ে যাওয়া এবং ০.৬৮ শতাংশ ছিল ট্রেন-যানবাহন সংঘর্ষ।
আরও পড়ুন:
মৃত্যুফাঁদ যখন মহাসড়ক (Highways as Death Traps)
দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা গেছে, দেশের মহাসড়কগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
জাতীয় মহাসড়ক (National Highways): ৩৮.২২ শতাংশ দুর্ঘটনা।
আঞ্চলিক মহাসড়ক (Regional Highways): ২৭.১৩ শতাংশ।
ফিডার রোড (Feeder Roads): ২৮.৮৩ শতাংশ। শহর এলাকার মধ্যে ঢাকা মহানগরীতে ৪.২২ শতাংশ এবং চট্টগ্রাম মহানগরীতে ০.৯০ শতাংশ দুর্ঘটনা সংগঠিত হয়েছে।
ছোট যানবাহনের দাপট ও অব্যবস্থাপনা
মোজাম্মেল হক চৌধুরী বলেন, জাতীয় মহাসড়কে দুর্ঘটনা ২.৫৫ শতাংশ এবং আঞ্চলিক মহাসড়কে ৫.৪৭ শতাংশ বৃদ্ধির মূল কারণ ছোট যানবাহনের (Small vehicles) সংখ্যা বৃদ্ধি। মোটরসাইকেল, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা অবাধে চলাচলের কারণে দুর্ঘটনার মাত্রা ও তীব্রতা—দুই-ই বেড়েছে।
আরও পড়ুন:





