পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রতিবাদে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন
দেশে এখন
0

এনইআইআর বাতিলের দাবির বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রতিবাদে মানববন্ধন করেছে মোবাইল ব্যবসায়ীরা। এ সময় আটককৃতদের মুক্তি ও এনইআইআরের যৌক্তিক সংস্কার দাবি করেন তারা। আজ (সোমবার, ৫ জানুয়ারি) কারওয়ান বাজারে বসুন্ধরা সিটির সামনে মানববন্ধন করেন কয়েকশ মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা। মানববন্ধন থেকে দাবি করা হয় যাদেরকে বিক্ষোভের কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

ব্যবসায়ীরা জানান, এনইআইআর সিস্টেম চালুর পক্ষে তারা কিন্তু একটি যৌক্তিক আমদানি ট্যাক্স ধার্য ও চালু করতে আরও সময় বৃদ্ধি প্রয়োজন বলে মনে করেন তারা। এছাড়াও সবাই যেন সহজে আমদানি করতে পারে সে ব্যবস্থাও লিখিত আকারে চান ব্যবসায়ীরা।

আরও পড়ুন:

তারা আরও জানান, ‘ট্যাক্স না কমলে অতিরিক্ত দামে অফিসিয়াল ফোন কেনার পাশাপাশি আমদানিকৃত ফোনের বাজার টিকবে না, এতে করে গ্রাহকের অতিরিক্ত অর্থ খরচের সঙ্গে অনেক ব্যবসায়ীও নিঃস্ব হয়ে যাবে বলে দাবি করেন তারা।

ইএ