এদিন পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলনে যোগ দেন সাবেক শিক্ষার্থীরাও। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সরকারের পক্ষ থেকে দাবি আদায়ে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বার্তা আসেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনড় অবস্থানে থাকবেন বলেও জানান তারা।
শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান থেকে সরবেন না তারা।
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত এক চুলও সরবো না। সরকার কঠোর হলে আমরা তা রুখে দেবো।’
এসময় জুমার নামাজের পর গণঅনশন শুরুর ঘোষণা দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।