অধ্যক্ষসহ ৪ শিক্ষকের পদত্যাগের দাবিতে সিটি কলেজে আন্দোলন

সিটি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন
শিক্ষা , ক্যাম্পাস
দেশে এখন
0

অধ্যক্ষসহ চার শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে এইচএসসি প্রথম বর্ষের আগামীকালের (শনিবার, ১৯ জুলাই) পরীক্ষা স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ।

সিটি কলেজের এইসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা জানায়, অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার কারণে এরইমধ্যে শিক্ষা জীবনের দৌড়ে পিছিয়ে পড়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা। হুটহাট করে পরীক্ষা বন্ধ করায় ক্ষুব্ধ তারা।

এছাড়া অনিয়মের বিপক্ষে শিক্ষার্থীরা কথা বলায় তাদের মারধর করার অভিযোগও রয়েছে সিটি কলেজের অধ্যক্ষের ওপর। দ্রুত অধ্যক্ষ পদত্যাগ না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানায় শিক্ষার্থীরা।

সকালে রাস্তা অবরোধ করলেও পুলিশের অনুরোধে রাস্তা ছেড়ে দেয় সিটি কলেজের শিক্ষার্থীরা।

এসএস