ঢাবিতে রাতভর বিক্ষোভের পর দুপুরে আলোচনায় বসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবিতে বিক্ষোভ
শিক্ষা , ক্যাম্পাস
দেশে এখন
0

হল কমিটি ঘোষণা ও হল রাজনীতি বন্ধের দাবিতে গতরাতে টানা বিক্ষোভের পর আলোচনায় বসতে চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (শনিবার, ৯ আগস্ট) বেলা ১২টায় আলোচনা শুরু হবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন ও প্রকাশনা দপ্তর।

আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল টিম ও হল প্রভোস্টদের উপস্থিত থাকার কথা রয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে ছাত্রদলের হল কমিটির প্রতিবাদে বিক্ষোভে নামে সাধারণ শিক্ষার্থীরা। ২০২৪ সালের ১৭ জুলাই ঘোষিত ফ্রেমওয়ার্ক মেনেই ছাত্ররাজনীতি নিষিদ্ধের কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে নিয়ম অমান্যের আইনগত বিধান ও শাস্তির বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

আরও পড়ুন:

এর আগে শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে শিক্ষার্থীদের সামনে তিনি এ ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার পর মধ্যরাতে বিক্ষোভে ফেটে পড়ে হলের শিক্ষার্থীরা। অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে। হল রাজনীতি বন্ধ থাকার পরেও কমিটি ঘোষণা করায় ছাত্রদলের সমালোচনা করেন শিক্ষার্থীরা।

ইএ