আগামীকাল লং মার্চ টু ঢাকা ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের

শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধ
শিক্ষা , ক্যাম্পাস
দেশে এখন
0

সুনির্দিষ্ট আশ্বাস না মেলায় সারাদেশের প্রকৌশলীদের নিয়ে আগামীকাল (বুধবার, ২৭ আগস্ট) লং মার্চ টু ঢাকা ঘোষণা দিয়েছে শাহবাগে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) রাত ৮টায় প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি এম ওয়ালীউল্লাহ এ ঘোষণা দেন। এরপর শাহবাগ ত্যাগ করেছেন শিক্ষার্থীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, ৪০ বছরে তৈরি হওয়া বৈষম্য দূরীকরণে আগামীকাল সারাদেশের প্রকৌশলীরা ঢাকায় এসে শাহবাগে সকাল ১০ টায় জড়ো হবেন। এর আগে বিকেলে বুয়েট শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। দিনভর তারা দাবি মেনে নিতে স্লোগান দেন।

শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাত আটটার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না। এ ছাড়া দশম গ্রেডের চাকরিতে ঢোকার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।

এএইচ