আজ (বুধবার, ২৭ আগস্ট) প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, ‘বুয়েট ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি-দাওয়া নিয়ে চার উপদেষ্টার সমন্বয়ে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে, এতে শিক্ষার্থীদের প্রতিনিধিরাও আছেন।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা চাইলে সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে সমাধান পেতে পারেন।

তবে আজ বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে যমুনা অভিমুখে রওনা দেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। ছত্রভঙ্গ শিক্ষার্থীরা পরে বারডেম হাসপাতালের সামনে অবস্থান নেয়।
আরও পড়ুন:
প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি এম. ওয়ালীউল্লাহ জানান, শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবিতে অনড় রয়েছেন। এর মধ্যে রয়েছে: ইঞ্জিনিয়ারিংয়ের নবম গ্রেডে (সহকারী প্রকৌশলী বা সমমান) নিয়োগের জন্য সকল প্রার্থীকে লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই। টেকনিক্যাল ১০ম গ্রেডে (উপ-সহকারী প্রকৌশলী বা সমমান) পদে নিয়োগ উভয় ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করা। বিএসসি ইঞ্জিনিয়ারিং ব্যতীত কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না।
শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, নন-অ্যাক্রিডিটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ায় আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনা হবে।