স্টারলিংক রিসেলার পার্টনার নিয়োগে আগ্রহপত্র আহ্বান বিএসসিএলের

স্টারলিংক ও বিএসসিএল
তথ্য-প্রযুক্তি , প্রযুক্তি সংবাদ
দেশে এখন
0

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-(বিএসসিএল) স্টারলিংক পণ্য ও সেবার প্রচার, পরিচালনা ও বাস্তবায়নের জন্য রিসেলার পার্টনার নিয়োগের লক্ষে আগ্রহপত্র আহ্বান করেছে।

বিএসসিএল জানিয়েছে নির্বাচিত রিসেলার পার্টনাররা নিজস্ব সক্ষমতায় স্টারলিংক সেবা প্রচার, ইনস্টলেশন ও পোস্ট-ইনস্টলেশন সহায়তা, রাজস্ব সংগ্রহ এবং চুক্তিভিত্তিক অন্যান্য দায়িত্ব পালন করবেন।

প্রাথমিক যোগ্যতা হিসেবে বিএসসিএল জানিয়েছে আবেদনকারীদের বৈধ, প্রযুক্তিগত ও আর্থিক সক্ষমতা থাকতে হবে। বিটিআরসি লাইসেন্স অথবা কেবল টিভি অপারেটর লাইসেন্স অথবা আইসিটি বা ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুত/সরবরাহ/ডিস্ট্রিবিউশনের প্রাসঙ্গিক লাইসেন্স ও অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ন্যূনতম ৩ কোটি টাকা প্রি-পেমেন্ট করার সক্ষমতা থাকতে হবে। যা ক্রয়ের বিপরীতে সমন্বয়যোগ্য।

আগ্রহী প্রতিষ্ঠানদের চূড়ান্ত আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ২৭ আগস্ট বিকেল ৫টা। আবেদনপত্র জমা দিতে হবে বিএসসিএলের ঢাকার কার্যালয়ে।

এছাড়াও আগ্রহীদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানাতে বিএসসিএল আগ্রহীদের জন্য একটি অনলাইন সেশন আয়োজন করবে। যার জন্য আগামী ১৯ আগস্ট বিকেল ৫টার মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। প্রি-ইওআই সভা আগামী ২০ আগস্ট অনলাইনে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

সেজু