'আর সংলাপের সুযোগ নেই'

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের ও পিটার হাস
রাজনীতি
0

আজ তফসিলের দিন। এখন আর সংলাপের সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে ডোনাল্ড লু’র চিঠির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হাতে পৌঁছে দেন মার্কিন রাষ্ট্রদূত।

পরে পিটার হাস বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র কোন একক দলের প্রতি পক্ষপাত করে না। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করার কথা বলেছি। চলমান রাজনৈতিক উত্তেজনা পরিহার করার কথা বলেছি। শর্তহীন সংলাপের ওপর তাগিদ দিয়েছি। অন্য দলগুলোকে যে বার্তা আগেই দেওয়া হয়েছে।'

সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সহিংসতামূলক বক্তব্যের বিষয়ে উদ্বেগ জানান পিটার হাস।

এসএসএস