৩৪৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাসদ

রাজনীতি
0

শেষ দিনে ৪৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাসদ (ইনু)।

চার দিনে ১৭ লাখ ৩০ হাজার টাকায় মোট ৩৪৬টি মনোনয়ন বিক্রি করেছে দলটি। এর মধ্যে সরাসরি ৩২৬টি ও অনলাইনে বিক্রি হয়েছে ২০টি ফরম।

জাসদের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। প্রতিটি মনোনয়ন ফরমের দাম ছিল ৫ হাজার টাকা।