'নারীদের অধিকার রক্ষায় সহযোগিতা মেলেনি'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা
রাজনীতি
0

অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীদের অধিকার নিয়ে সরকার ও প্রশাসনের যে ধরনের সহযোগিতা দরকার ছিল তা পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। একই আয়োজনে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, 'মানুষের জীবনের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েই আগামীতে বাংলাদেশে রাজনীতি করতে হবে।'

আজ (শনিবার, ১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা শীর্ষক আলোচনায় তারা এমন মন্তব্য করেন।

নারীদের অধিকারে সমাজ ও রাষ্ট্রের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছেন আয়োজনের বক্তারা।

আয়োজনে সংগঠনের আহ্বায়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, 'নারীদের দমিয়ে রাখার রাজনীতি যারা করেন তাদের আমরা প্রত্যাখান করি।'

সম্প্রতি ঘটে যাওয়া নারী ফুটবলারদের বাঁধা প্রসঙ্গে নাসির বলেন, 'ইসলামের কথা বলে যারা বাধা দিতে চাচ্ছে নারীরা তা ভেঙ্গে দিবে।'

সেজু