শহিদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের শ্রদ্ধা

নাহিদ, সাদেক কায়েম, আসিফ, রাশেদ
রাজনীতি
দেশে এখন
0

সকালে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের শ্রদ্ধা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থান নস্যাৎ করতে টার্গেট কিলিং হচ্ছে। নতুন করে বাংলাদেশের শত্রুরা হত্যায় মেতেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অগ্রযাত্রা অক্ষুণ্ণ রাখা হবে।

৫৪ বছর আগে স্বাধীন জাতিসত্তার আত্মগৌরবের নতুন ভূখণ্ডের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে বিজয়ের ঠিক পূর্বমুহূর্তে পাকবাহিনীর হাতে বুদ্ধিজীবীদের হত্যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন রাজনৈতিক দল। সকালে বিএনপি ও এর সহযোগিতা সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে নতুন বাংলাদেশ বিনির্মানে বুদ্ধিজীবীদের সক্রিয় হবার আহ্বান জানায়। নতুন করে বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, ‘সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এ দেশেরে মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকারকে তারা প্রতিষ্ঠিত করবে। আমরা বিশ্বাস করি যথাসময়ে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও শ্রদ্ধা জানাতে আসে এ স্মৃতিসৌধে। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন বানচাল করতে টার্গেট কিলিং হচ্ছে। যেসব সুশীল বুদ্ধিজীবীরা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলেও প্রত্যাশা করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘দুর্বলতা রয়েছে সরকারের। আইনশৃঙ্খলার জায়গায় মানুষের আস্থা এখনো আসেনি। আমরা এখন দেখতে পাচ্ছি নির্বাচনকে বানচাল করার জন্য গণঅভ্যুত্থানকে নষ্ট করার জন্য গণঅভ্যুত্থানের যারা নায়ক ছিলো তাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। ওসমান হাদির হত্যা চেষ্টায় যারা লিপ্ত ছিলো তারা এখনো গ্রেপ্তার হয়নি। আমরা বলতে চাই তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’

৭১ এর শ্রেষ্ঠ সন্তানরা দেশের হয়ে কাজ করলেও অনেকে ফ্যাসিবাদী শক্তির হয়ে কাজ করেছেন বলে অভিযোগ করেন অনেকে। আবার পাক-হানাদার বাহিনীর মতন দেশকে নেতৃত্বহীন করার চেষ্টা করছে বলেও মত তাদের।

সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। আমরা জানতে পেরেছি আরও অনেককে হিট লিস্টে রাখা হয়েছে।আমরা স্পষ্টভাবে বলতে চাই একাত্তরে যেমন হানাদার বাহিনীর ও এ দেশের দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি এবারও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না।’

আরও পড়ুন:

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘বাংলাদেশপন্থি যারা আছেন তারা বাংলাদেশে রাজনীতি করবে। এ স্বাধীন বাংলাদেশে আমরা সবাই একসঙ্গে আমরা স্বাধীন বাংলাদেশ নির্মাণ করব।’

এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ প্রায় সবগুলো ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল শ্রদ্ধা জানায় শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এসময় নেতারা আসন্ন নির্বাচন বানচালে নানামুখী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘এভাবে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই করতে পারবেন না। আমরা মনে করি এ স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদে বহাল থাকে তাহলে বাংলাদেশে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না।’

বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘শরিফ ওসমান হাদির মতো এ ধরনের জাতীয়তাবাদী দেশপ্রেমিক ব্যক্তিকে গুলিবিদ্ধ হতে না হয়। বাংলাদেশের ইতিহাস যেন বদলে না যায়। আমরা যেন আজাদির লড়াই চালিয়ে যেতে পারি।’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমরা দেখছি নতুন এক ধরনের জবরদস্তি। নতুন এক ধরনের চিন্তা চেতনা। আমাদের বহুত্ববাদী সমাজকে আমরা দেখেছি ধর্মের নামে বিভিন্ন মতাদর্শের নামে আমাদের ওপর নতুন করে জবরদস্তি চাপিয়ে দেয়া হচ্ছে।’

বিভাজন ও মতানৈক্য দূর করে ঐক্য ধরে না রাখলে এবং বাংলাদেশপন্থি বুদ্ধিজীবীরা সক্রিয় না হলে দেশ আবারো অন্ধকারে নিমজ্জিত হবে বলে মত নেতাদের।

এফএস