নিরাপত্তাবাহিনীর যেসব সদস্যদের হেফাজতে কুমিল্লায় যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যু হয়েছে, সে সদস্যরা পতিত ফ্যাসিস্টের দোসর কিনা তা খতিয়ে দেখারও দাবি জানান সংগঠনটির নেতারা।
এ সময় বক্তারা বলেন,‘পতিত স্বৈরাচারের দোসরদের নির্মূল না করলে তারাই এই সরকারের জন্য কাল হয়ে দাঁড়াবে।’
প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হাসিনার আমলের উদাহরণ। অন্তর্বর্তী সরকারের আমলে এ ধরনের ঘটনা একটা ঘটলেও তা লজ্জাজনক। সরকার যথাযথ ব্যবস্থা না নিলে এর দায় এড়াতে পারবে না।’