'দেশ নিয়ে কেউ ছিনিমিনি খেলবে তা সহ্য করা হবে না'

এখন জনপদে
রাজনীতি
0

বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এ দেশ নিয়ে কেউ ছিনিমিনি করবে, সেটা কখনোই সহ্য করা যাবে না। আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী আন্দোলনের বরগুনা জেলা শাখার সম্মেলনে এ কথা বলেন। আজ বিকেল ৩টায় বরগুনা আবুল হোসেন ইদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, 'সমস্ত আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে ভারত আমাদের দেশকে মরুভূমি বানিয়েছে। ব্যবসার নামে আমাদের শোষণ করা হয়েছে।'

সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী।

সেজু