‘দারিদ্রমুক্ত দেশ গড়তে যাকাতভিত্তিক ইসলামী অর্থব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই’

রাজনীতি
0

দেশকে ক্ষুধা, দারিদ্র ও বেকারত্বমুক্ত করতে যাকাতভিত্তিক ইসলামী অর্থব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা। গতকাল (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমান মূসা বলেন, 'সুদভিত্তিক অর্থব্যবস্থা আমাদের জাতীয় অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। ফলে প্রান্তিক শ্রেণির মানুষ দরিদ্র হতে দরিদ্রতর হচ্ছে। তাই সমাজে দরিদ্র মানুষকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করতে যাকাতভিত্তিক ইসলামী অর্থ ব্যবস্থার কোনো বিকল্প নেই। মূলত ইসলামী অর্থব্যবস্থাই একমাত্র ইনসাফভিত্তিক সমাজের ভিত তৈরি করে। ইসলামী আদর্শের ভিত্তিতে জাতীয় অর্থনীতি পরিচালিত হলে দরিদ্ররা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন এবং ধনীদের সম্পদ বৃদ্ধি এবং পুতঃপবিত্র করণের জন্য যাকাত প্রদান করবে।'

সে স্বপ্নের ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সাহেবে নিসাবকে যাকাত প্রদান এবং সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আব্দুর রহমান মূসা বলেন, 'দেশ ও জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আগস্ট বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসিবাদীদের পতন হলেও রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে তাদের প্রতিভূরা সক্রিয় রয়েছে। তারাই অর্জিত বিজয় ও বিপ্লবকে নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।

তিনি বলেন, ‘তাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিত্বশীল প্রশাসন নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি হয়ে পড়েছে।'—সংবাদ বিজ্ঞপ্তি

এসএস