নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিবা।
এছাড়া মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল)। মুখ্য সমন্বয়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ঘোষণাপত্র পাঠ করেন। পরে সদস্য সচিব আখতার হোসেন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন ঢাকায় নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত কেভিন এস রেন্ডাল, পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর কামরান ধাঙ্গাল।
আরো পড়ুন:
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে যোগ দেয় দুই সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিকেলে অনুষ্ঠানে যোগ দেন।
আরো পড়ুন:
এছাড়া আজকের অনুষ্ঠানে যোগ দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, এবি পার্টির ভাইস চেয়ারম্যান মো. দিদারুল আলম, ইসলামী ঐক্য জোটের সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন ও মহাসচিব সাখাওয়াত হোসেন রাজি।
আরো পড়ুন:
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আশরাফ আলী আকন্দ, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাশেমী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সেলিম, বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী সভাপতি আব্দুল মান্নান উপস্থিত আছেন।