আজ (সোমবার, ১৭ মার্চ) দুপুরে বোয়ালমারী উপজেলা সস্রাইল বাজারে হাজারও বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের বিক্ষোভ করতে দেখা যায়। এসময় খন্দকার নাসিরুল ইসলামকে রূপাপাত ইউনিয়নে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী আক্কাচ মন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল ইসলাম সজিব, রুবেল মৃধাসহ আরও অনেকে।
বক্তারা এসময় জানান, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা খন্দকার নাসিরুল ইসলাম রুপাপাত ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে সোনা মিয়ার যোগসাজশে আওয়ামী লীগ নেতাদের দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করছে। ফ্যাসিবাদী সন্ত্রাসীদের বিএনপিতে যোগদান করিয়ে এবং তাদের দিয়ে অর্থের বিনিময়ে রূপাপাত ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতা কর্মীদের উপর নগ্ন হামলা করিয়েছে। মিথ্যা মামলার দিয়ে হয়রানি করছে। এসময় বক্তারা খন্দকার নাসিরকে দল থেকে স্থায়ী বহিষ্কার ও সোনা মিয়াকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বক্তারা এসময় খন্দকার নাসিরকে বিএনপির নেতাদের নামে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে বলেন। অন্যথায় ফরিদপুর-১ আসনের কোথাও তাকে স্থান দেয়া হবে না।
এই প্রসঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাছিরুল ইসলাম বলেন, 'যারা আমার বহিষ্কারের দাবি করছে তারা এলাকায় আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত। এছাড়া কেন কী কারণে তারা আমার বহিষ্কার দাবি করছেন সে বিষয়ে আমি অবগত নই।'