আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, 'ভাঙা এক দেশ, স্বল্প সময়ে কতই বা সংস্কার করা যায়। তবুও ড. মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টাগণ যেভাবে দেশ গঠনের চেষ্টা করছে তাতে আমরা অনেকটাই সন্তুষ্ট।'
নির্বাচনের আগে সংস্কারের কথা তুলে তিনি বলেন, 'নির্বাচনে আগে সংস্কারের জন্য সরকারকে জনগণ সময় দিতে চায় কি না তার জন্য একটি গণভোট দিলেই পরিষ্কার হয়ে যাবে।'
পরে সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।