তথ্য উপদেষ্টা মাহফুজ সম্পর্কে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘তিনি সংবিধানবিরোধী যে কাজ করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন। কোন রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন এটা তার জন্য মানায় না।’
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে অনাকাঙ্ক্ষিত ও অযাচিত যে বিতর্কের উদ্রেক করা হয়েছে এসময় কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তিনি এগুলো করতে পারতেন।’
এনসিপির কর্মসূচিতে শিবিরের সহযোগিতা আছে কিনা গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে এনসিপি যখন যাত্রা শুরু করে তখন তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে কোন লোক পাঠানো হয়নি।’
সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আব্দুল্লাহর ডাকে ছাত্রশিবিরের কর্মীরা অংশ নিয়েছিল বলেও জানান শিবিরের এ শীর্ষ নেতা। এ সময়ে কেন্দ্রীয় শিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশসহ ছাত্র শিবিরের মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত এক হাজার সাধারণ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ তুলে দেন অতিথিরা।