আলোচনায় কমিশনের উপদেষ্টা ড. আলী রিয়াজ প্রথম ধাপের আলোচনার ভিত্তিতে খুব শিগগিরই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে, নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্টগুলো প্রকাশ্যে আলোচনার দাবি জানিয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
তিনি বলেন, এতে করে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে সংশয় রয়েছে, তা দূর হবে। তবে সিপিবির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কমিশনের পাঠানো স্প্রেডশিটে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে।
অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি জানান, প্রস্তাবিত ঐকমত্যের বিষয়বস্তু নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত বড় কোনো দ্বিমত দেখা যায়নি।