দেশকে কোনো পরাশক্তির ‘ছায়া যুদ্ধক্ষেত্র’ করা যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
রাজনীতি
0

বাংলাদেশকে কোনো পরাশক্তির ‘ছায়া যুদ্ধক্ষেত্র’ করতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ (বৃহস্পতিবার, ২২মে) দুপুরে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে বেলা ১২টার দিকে ‘চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোর’ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রোহিঙ্গা প্রত্যাবর্তনে করণীয় ঠিক করার পরামর্শ দিয়ে ফুয়াদ বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে নিরাপত্তা ও সম্মানের সঙ্গে প্রত্যাবর্তনে জাতীয় ও আন্তর্জাতিক ঐকমত্য জরুরি।’

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদেশি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মানেই জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এমন নেতিবাচক ও ষড়যন্ত্রমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়। জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।’

এসময় ‘মানবিক করিডোর’ ইস্যুতে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘ইন্ডিয়া মিডিয়ার মাধ্যমে রাজনৈতিক দলগুলো এই করিডর নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করছে। ভারতীয় গণমাধ্যমের শেখানো বুলি রাজনৈতিক নেতারা প্রচার করছেন।’

ইএ