বার্তায় তিনি বলেন, গত ২৬ জুন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদকে জড়িয়ে একটি অসত্য বক্তব্য দিয়েছেন। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের পুনর্বাসনকারী বলেছেন— যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, অসত্য, কল্পিত এবং বালখিল্য মন্তব্য।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জুলাই গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া একটি ছাত্রসংগঠন এবং শুরু থেকেই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে অটল। তাই, এ বক্তব্যকে আমরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বিবৃতি হিসেবে দেখি।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ বিশ্বাস করে, ছাত্রদলসহ অন্যান্য সকল ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠন, যারা এই দেশ থেকে ফ্যাসিবাদ উৎখাতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের মধ্যে ‘ফ্যাসিবাদ পুনর্বাসন’ প্রশ্নে কোনো বিভাজন কাম্য নয়। বরং, এ ধরণের কল্পিত বক্তব্য ভবিষ্যৎ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অন্তর্ঘাত হিসেবে কাজ করবে। আমরা ফ্যাসিবাদবিরোধী সকল ছাত্র সংগঠনের প্রতি উদাত্ত আহ্বান জানাই— প্রতিহিংসা ও মিথ্যার রাজনীতি থেকে সরে এসে গঠনমূলক রাজনীতিতে নিজেদের শ্রম ও বাক্য ব্যয় করুন।—প্রেস বিজ্ঞপ্তি